আজমেরী ওসমানের পক্ষে খানপুর অলষ্টারের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের তনয় আলহাজব আজমেরী ওসমানের পক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে খানপুর অলষ্টারের আয়োজনে আলহাজ্ব আজমেরী ওসমানের সার্বিক সহোগিতায় এ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ও দু:স্থ কল্যাণ সংস্থার সম্মানীত সভাপতি তরিকুল ইসলাম লিমন, নবী, ইয়াসিন খান অতুল, মেহেদী হাসান মিঠু, শাওন, নুর-নবী, আরমান, রাফি,আবির, নাহিদ, চঞ্চল, আসলাম, তৌকির, রাফিন, সিজান, জয় প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত