নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : এক ব্যক্তি, এক খতিয়ান ও এক দাগ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী জুলাই হতে বিডিএস-এর ডিজিটাল ম্যাপ তৈরির কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।এছাড়াও ভূমি অফিসের সকল অভিযোগ কাটিয়ে তোলতে স্বচ্ছতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে ব্যাতিক্রম ঘটালে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক। এসময় ইডিএলএমএস প্রকল্প পরিচালক মো: জহুরুল হক বিডিএস বিষয়ে এক সচিত্র উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রী আরো বলেন, ভূমি অফিসে কার্য্যক্রম নিয়ে অনেক অভিযোগ রয়েছে এটা সত্য। তবে সে অভিযোগ আমরা কাটিয়ে তোলতে চাই। সেজন্য ভূমি মন্ত্রণালয়ে একটা পরিবার হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এসিল্যান্ড থেকে পিয়ন পর্যন্ত সকলকে একটি ইউনিয়ন ভূমি অফিসেও সিনসিয়ার হয়ে কাজ করার আহ্বান জানালাম। আর এর ব্যাতিক্রম গেলে, সেক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, সে লক্ষ্যে দুর্ণিতি মুক্ত একটা সমাজ কাঠামো আমরা গড়বোই।
জমির মালিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রী নারায়ন চন্ত্র চন্দ বলেন, জমির মালিকদের আন্তরিক হতে হবে। নিজেদের জমিগুলো রেকর্ড করাতে হবে। দালালরা দালালী করুক কোনো কাজ হবে না। ত্রুটি রয়েছে, থাকতে পারে। কিন্তু জমির মালিকের দায়িত্ব তার জমি রক্ষা করা। আগামী জুলাই হতে শুরু হচ্ছে বিডিএস-এর ডিজিটাল ম্যাপ তৈরির কার্যক্রম। বাংলাদেশ ডিজিটাল জরিপের লক্ষ্য হচ্ছে, ১ ব্যক্তি, ১ খতিয়ান ও ১ দাগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এর বাস্তবায়ন ঘটলে ভূমি বিষয়ক নাগরিকদের হয়রানি এবং মামলা-মোকদ্দমার পরিমাণ অনেকাংশে কমবে।
ভূমি মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডিজিটাল জরিপের সফল বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একটি ন্যায্য ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল জরিপ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। জিএনএসএস, টোটাল সার্ভে সিস্টেম, ড্রোন, ওরাকল ডাটা ও জিআইএস সফটওয়্যারসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কোরীয় সহায়তায় ইডিএলএমএস প্রকল্পের মাধ্যমে বর্তমানে বিডিএস পরিচালনা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, ডিএলআরএস পরিচালক মোহাম্মদ আবদুল কাদের শেখ, ডিএলআরএস পরিচালক মোঃ মোমিনুর রশীদ, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো: মিজানুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও ইডিএলএমএস প্রকল্প এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং দক্ষিণ কোরিয়া হতে আগত প্রকল্পের সহযোগী সংস্থার কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অন্য আরেকটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও ৩২টি উপজেলায় বিডিএস অপারেশন শুরু করা হবে।