আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২৯ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসাইনের নেতৃত্বে এক বিশাল আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শতাধিক গাড়ির বহর ও বাদ্য বাজনা নিয়ে আনন্দ র‌্যালিটি ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নয়াপুর মাঠে আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়। এতে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় সাবেক ছাত্র নেতা জাকির হোসাইন বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠা লাভের পর ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ দেশের প্রায় সব অর্জনই এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছিল, ঠিক তখনই আঘাত হানে ঘাতকেরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ঘাতকেরা মনে করেছিলো এদেশ থেকে আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ঘাতকদের সেই বুলেটের জবাব দিয়ে জননেত্রী শেখ হাসিনা বারবার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

জাকির হোসাইন আরো বলেন, স্বাধীনতা বিরোধী সেই অপশক্তিরা এখনো থেমে নেই। আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এদের ব্যাপারে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে।

add-content

আরও খবর

পঠিত