নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ সমাজের আয়না সরূপ, যে জাতি যত সভ্য তাদের পুলিশও তত নম্র আর সভ্য। সমাজের মানুষ ভালো হলে পুলিশও তাদের জন্য ভালো হবে। পুলিশের কাছে যা চাহিদা যা পুরণ করা সম্ভব না। আইন কেন তৈরি হয় জানেন? যেন সেখানকার ৯৫ ভাগ মানুষ আইনটা মেনে চলে আর বাকি ৫ভাগ আইনকে ভঙ্গ করে এবং ঐ ৫ ভাগের উপর পুলিশ তাদের সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। কিন্তু আমাদের দেশে এর বিপরীত চিত্র সর্বোচ্চ ৫ ভাগই তাদের আইন মানছে না । এমতাবস্থায় তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে পুলিশ কিভাবে আপনাদের চাহিদা মেটাবে?
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর ) সকালে বন্দর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে এর প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এ সময় তিনি আরো বলেন, মাদক একটি ভয়াবহ রোগ। আপনারা যদি আপনাদের ভাই, বোন, সন্তানদের এই রোগ থেকে মুক্তি দিতে চান তাহলে তাদের চিকিৎসা করুন। পুলিশ ঘুষ খায় কথাটা ১০ জনের মধ্যে ৮জনই স্বীকার করে কিন্তু এই ৮ জনকে পুলিশ ঘুষ দিয়েছেন তা তো কেউ স্বীকার করেন না। তারা বলে অমুকের কাছে শুনেছি যে পুলিশ নাকি ঘুষ খায়। শুনে রাখুন আমার কোন পুলিশ যদি মাদক বা অন্যান্য অপরাধ কর্মকান্ডে জড়ায় তাহলে কাউকে নয় আমাকে জানাবেন। সাথে সাথে ব্যবস্থা নিব।
বন্দর থানা অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল ) খোরশেদুল আলম। বন্দর থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. হারুনুর রশিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান এমএ সালাম, ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর তারিকুল আলম জুয়েল, বন্দর ফাঁড়ির ইন্সপেক্টর মো. এমদাদুল হক, ধামগড় ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, বন্দর কমিউনিটি পুলিশের সভাপতি খাইরুল বাশার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমূখ।