অসহায় মুক্তিযোদ্ধার পরিবর্তে অনুদান পেল স্বাবলম্বীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪(বন্দর প্রতিনিধি ):  বন্দরে সাংসদ সেলিম ওসমানের নিজস্ব তহবিল থেকে অসহায় মুক্তিযোদ্ধাদের অনুদানের পরিবর্তে স্বাবলম্বী মুক্তিযোদ্ধারাই অনুদান গ্রহন করছেন বলে অভিযোগ করেছে এক শ্রেনীর দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার।

গত শনিবার সকালে বন্দর সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান নিজস্ব তহবিল থেকে অসহায় মুক্তিযোদ্ধাদের কোটি টাকা অনুদানে ক্ষোভ প্রকাশ করে দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবার এ অভিযোগ করেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের মাধ্যমে দরিদ্র মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করতে সাংসদ সেলিম ওসমান নিজস্ব তহবিল থেকে ২০২জন মুক্তিযোদ্ধার মাঝে ১ কোটিরও অধিক টাকা অনুদান প্রদান করেছেন। তবে বঞ্চিত হয়েছে দরিদ্র শ্রেনীর মুক্তিযোদ্ধারা। বন্দর মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক অসহায় যে মুক্তিযোদ্ধাদের লিষ্ট করা হয়েছে তার বেশির ভাগ মুক্তিযোদ্ধারাই স্বাবলম্বী মুক্তিযোদ্ধা। বন্দর থানা কমান্ড’র কতিপয় অসাধু মুক্তিযোদ্ধাদের ম্যানেজ করে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটে এ অনুদানের লিষ্ট দেয়া হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে দরিদ্র ও খেটে খাওয়া মুক্তিযোদ্ধা পরিবার গনমাধ্যমকে এক বিবৃতিতে জানান, সাংসদ সেলিম ওসমানের এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। এমন মহান উদ্যোগ যদি প্রকৃত অসহায় পরিবারই না পায় তবে সাংসদের মূল লক্ষ্য অচিরেই ভেস্তে যাবে। আমরা শুনেছি সাংসদ সেলিম ওসমান দানবীর খেতাব পেয়েছেন এবং তার কর্মকান্ডেও তা দৃশ্যমান। তিনি নিজস্ব তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে ভবিষ্যত প্রজম্মের জন্য স্কুল করেছেন। বিভিন্ন স্থানে অঢেল দান করছেন যা ইতিপূর্বে কখনোই চোখে পড়েনি। তবে অসহায় মুক্তিযোদ্ধাদের নামে স্বচ্ছল ও ধনী মুক্তিযোদ্ধারা কৌশলে অনুদান নিল এটা খুবই পরিতাপের বিষয়। অথচ দরিদ্র মুক্তিযোদ্ধাদের কেউ খবরও রাখেনা। বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের কতিপয় অসাধু মুক্তিযোদ্ধারা কমিশনের বিনিময়ে সাংসদ সেলিম ওসমানের এ অনুদানকে পুজি করে নিরব চাদাবাজী করছে আর বঞ্চিত হচ্ছে অসহায় ও খেটে খাওয়া মুক্তিযোদ্ধা পরিবার। দেখা গেছে ২য় ও ৪র্থ তলা বিল্ডিংয়ের মালিক কিংবা  ২টি থেকে ৩টি বাড়ী আছে তারা অনুদান পাচ্ছে অথচ যাদের কিছুই নেই তারা সাংসদের এ অনুদান হতে প্রতারিত হচ্ছে। এতে করে সাংসদ সেলিম ওসমানের সুনামের পরিবর্তে দূর্নামই বয়ে আনবে বলে সচেতন মহলের অভিমত। সাংসদ সেলিম ওসমানের কাছে প্রকৃত অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মিনতি যাচাই-বাছাই দরিদ্র মুক্তিযোদ্ধা পরিবারকে অনুদান প্রদান করার।

add-content

আরও খবর

পঠিত