নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেছেন, র্যাবের উর্ধ্বতন কর্তৃকপক্ষের নির্দেশে আমরা মাঠে নেমেছি। অযথা ঘোরাঘুরি ও জনসমাগম রোধে নিয়মিত র্যাবের টহল চলবে। যতদিন করোনা ভাইরাসের পরিস্থিত স্বাভাবিক না হবে ততদিন তারা মাঠ পর্যবেক্ষন করবেন ও টহল বজায় থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনাতা তৈরিতে কাজ করবো। বৃহষ্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় র্যাব-১১ মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জনাকীর্ণ স্থান পরির্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ মানুষকে সচেতন করা এবং জনসমাগম যাতে না হয় সে লক্ষ্যে আমরা জেলার সর্বত্র কাজ করবো। পাশাপাশি যেসব স্থান অপ্রয়োজনীয়, কেবল আড্ডাবাজি হয় সেসব স্থান আমরা সীলগালা করে দিবো। যাতে করে যত্রতত্র মানুষ সমাগম করতে না পারে। এরপরও যদি কেউ জমায়েত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।