অবশেষে পিরোজপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ ২ ভাগে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নবাসীর ভোটারদের জাতীয় স্মার্ট কার্ড অবশেষে দুই ভাগে ভাগ করে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সোনারগাঁ উপজেলা নির্বাচন কমিশন। স্মার্টকার্ড প্রদান করার একদিন পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্বাচন কর্মকর্তা।

বুধবার (১৫ মে) বেলা ১১ টার সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের এর সভাপতিত্বে আলোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় ।

জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ থেকেই সাবেক ১ নং , ৩ নং এবং সাবেক ২ নং ওয়ার্ডের বর্তমান ৬ নং ওয়ার্ডের ভোটারদের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ করা হবে ।

অন্য দিকে পিরোজপুর ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের বর্তমান ৪ নং এবং ৫ নং ওয়ার্ডের পুরষ ও মহিলা ভোটারদের পিরোজপুর গ্রামের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে আগামী ১৮ মে (শনিবার) সকাল থেকে।

এদিকে সিদ্ধান্ত নেয়ার আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বুধবার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এই কাজে যাবতীয় ব্যয় বহন করার ঘোষনা দিয়েছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এই সিদ্ধান্তে এলাকাবাসী কিছুটা সস্তির নি:শ্বাস ফেলছে এবং সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

add-content

আরও খবর

পঠিত