নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে পশ্চিম হাজীপুর এলাকায় নজরুল মিয়ার ভাড়া বাড়িতে আকস্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে নজরুল মিয়ার স্ত্রী ফেরদৌসী আক্তার মুক্তা বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগের বাদী ফেরদৌসী আক্তার মুক্তা জানান,গত সোমবার পশ্চিম হাজীপুর এলাকায় সকাল ১০টায় নজরুল মিয়ার ভাড়া বাড়িতে দুটি বসতঘরে পূর্ব শত্রুতার জের ধরে পাশর্^বর্তী প্রতিবেশী মোশারফ,ওজির হোসেন,নাজির হোসেনগং এ অগ্নিকান্ড ঘটিয়েছে। কেননা,দীর্ঘদিন ধরে তারা আমার বাড়ীর ভাড়াটিয়াদের হুমকি-দামকি দিয়ে আসছে। আমার বাড়ীতে প্রায়ই সময়ই এরা আমার নিরিহ ভাড়াটিয়াদের বাড়ী ছেড়ে চলে যেতে বলে। না গেলে বাড়ীতে আগুন দিয়ে সবকিছু জালিয়ে দিবে বলে হুংকার দেয়।
আমার বাড়ীর আশপাশের লোকজন অগ্নিকান্ড ঘটানোর সময় কয়েকজন অজ্ঞাত লোকদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে আমাকে জানায়। আমি হলফ করে বলতে পারি এ অগ্নিকান্ডের সাথে উল্লেখিত গংদের সর্ম্পক্ততা আছে। এ আকস্মিক এ অগ্নিকান্ডে আমার ভাড়াটিয়ার দুটি বসতঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিভাতে গিয়ে স্থানীয় দুই জন ব্যাক্তি ঘরে থাকা একটি শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়।
এ ব্যাপারে অগ্নিকান্ডের ঘটনার তদন্তকারী অফিসার এসআই হামিদুল জানান,বন্দর থানায় হাজীপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সম্ভবত এ অগ্নিকান্ড পূর্ব শত্রুতার জের ধরে গান পাউডার দিয়ে খুব দ্রুত নাশকতা ঘটিয়েছে। যার ফলে কিছু বুঝে উঠার আগেই বসত ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় বন্দর পল্লি বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলম খানের সাথে আলাপকালে তিনি জানান,গত সোমবার সকাল থেকে পশ্চিম হাজীপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কেননা,মদনগঞ্জ ব্রীজের কাজের জন্য আমাদের পশ্চিম হাজীপুর এলাকার বিদ্যুৎ খুটিতে সংযোগ দেয়া সম্ভব হয়নি। আর হাজীপুরে অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ খুটি থেকে যে সর্ট সার্কিট কিংবা স্পার্কিং এর গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। যেখানে বিদ্যুৎই নেই সেখানে সর্টসার্কিট কিংবা স্পার্কিং এর তো প্রশ্নই উঠেনা।