নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা কালিগঞ্জ সড়কের কাঞ্চন সেতু হইতে ইছাখালী পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ই ডিসেম্বর রবিবার সকালে রূপগঞ্জ ইউনিয়নের নিপীড়িত জনগণ এর ব্যানারে হারিন্দা গাবতলা এলাকায় স্থানীয় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে ইউনিয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
হারিন্দা, জাঙ্গীর, ভিংরাবো, ভক্তবাড়ি, পিতলগঞ্জ, মধুখালিসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেয়। এ সময় তারা আগামী ২৬ই মার্চের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানান। তা না হলে এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু এলাকা অবরোধের হুশিয়ারী দেন।
চলচিত্র নির্মাতা আমিনুল হকের আহ্বানে স্থানীয় শিক্ষক দিদারুল ইসলাম, ব্যবসায়ী জিলান ভূঁইয়া, দুলাল মোল্লা, আমির হোসেন, যুবলীগ নেতা জমির আলী ও ছাত্রলীগ নেতা আরিফ খান মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিয়ম না মেনে পাথর বোঝাই গাড়ি চলাচলের কারণে গত তিন বছর ধরে ডেমরা কালিগঞ্জ সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটির কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত অংশ রীতিমতো মরন ফাঁদে পরিনত হয়েছে। সড়কটিতে ইজিবাইক ও সিএনজি চালিত অটোরিকশা উল্টে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। এলাকার প্রসূতি নারীসহ অসুস্থ ও বৃদ্ধরা চলাচল করতে পারছে না।
খানা খন্দের কারণে যানবাহন উল্টে এলাকার অন্তত ৭ জন বাসিন্দা হাত পা ও মেরুদণ্ড ভেঙ্গেছে উল্লেখ করে বক্তারা বলেন, যারা আহত হয়েছে তারা অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। কেবল সড়ক সংস্কার না হওয়ায় দূর্ঘটনার কবলে পড়ে তারা মানবেতর জীবন যাপন করছে। এ সময় সড়কে দূর্ঘটনার শিকার হয়ে মেরুদন্ডে আঘাত পাওয়া নসু উদ্দিন নামের স্থানীয় এক নির্মাণ শ্রমিক মানববন্ধনে তার দূর্দশার কথা তুলে ধরেন। তার বক্তব্য চলাকালীন মানববন্ধনের সামনেই একটি ইজিবাইক উল্টে গিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থী আহত হন।