সদর উপজেলায় স্কুল বালিকাদের হকি প্রতিযোগিতার উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় অনূর্ধ্ব-১৫ স্কুল বালিকাদের হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। ১৩ই ডিসেস্বর সোমবার সকালে পূর্ব জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাছিম আহমেদ। উপসচিব, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রনালয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাছিম আহমেদ  প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া হলো জ্ঞানের সোপান আর খেলাধুলা হলো দেহ গড়ার সোপান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে বিশ্ব পরিচিতিও লাভ করা যায়। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ ও মন দুটিই ভালো থাকে। হকি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসান মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পূর্ব জালকুড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা পরিচালনায় রয়েছে সারিয়া ও বিতি হকি কোচ বি.কে.এস.পি ঢাকা বাংলাদেশ।

add-content

আরও খবর

পঠিত