বিনা প্রতিদ্বন্দ্বিতায় আড়াইহাজারে ৬ চেয়ারম্যান নির্বাচিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন : দুপ্তারা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক, ব্রাহ্মন্দী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লাক মিয়া, ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তালিব, মাহমুদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমান উল্লাহ স্ব স্ব ইউনিয়নে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

অপরদিকে ৬ই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হাইজাদী ইউনিয়নে একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাওয়া বেগম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। বিশনন্দী ইউনিয়নের ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্রসহ পাঁচজন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম রতন, রবিউল আউয়াল, শেখ ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ওসমান গণি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিশনন্দী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

দুপ্তারা ইউনিয়নে ৪ ও ৬ নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে দুজন ও ফতেপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। তবে হাইজাদী ইউনিয়নের সংরক্ষিত আসন ৩নং ওয়ার্ডের ৩ প্রার্থীর সকলেই এবং কালাপাহাড়িয়া ইউনিয়নের সাধারণ আসনে ৯নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী ৬ জন সদস্য প্রার্থীর সকলেই তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তাই এ দুটি পদে পরবর্তীতে পুনরায় নির্বাচন হবে বলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন জানান।

উচিৎপুরা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর, সাতগ্রাম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অদুদ মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী মিয়া সেলিম, খাগকান্দা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরুল ইসলাম ও কালাপাহাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে এম ফাইজুল হক ডালিমের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামী ২৬ই ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫ই নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লাক মিয়া ও কালাপাহাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ব্যাংকে ঋণ খেলাপী হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।

৭ই ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হলেই প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মাঠে ভোট লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। আগামী ২৬ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণ হবে ।

add-content

আরও খবর

পঠিত