সিটি নির্বাচনে দুলাল প্রধানকে ঠেকাতে এবার মাঠে ৪ প্রার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও ভোটারদের মধ্যে ততই উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। তবে নাসিক ২৩নং ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে নতুন মোড় নিতে শুরু করেছে। প্রথম দিকে প্রার্থীদের উৎসাহ না থাকলেও এবার আটঘাট বেধে প্রতিদ্বন্দীতায় নেমেছেন তারা। এই ওয়ার্ডে ২৩ হাজার ভোটার রয়েছে। লড়বে ৫ প্রার্থী। তবে শেষ পর্যায়ে মাঠে কারা থাকবেন এটাই দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররা। তবে ২৩নং ওয়ার্ডে ২বারের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানকে ঠেকাতে এবার মাঠে নেমেছেন ৪ প্রার্থী। এরা হচ্ছেন মোস্তাক আহমেদ, জাকির হোসেন, মো. লিটন ও হান্নান মিয়া।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান দীর্ঘ ১০ বছর ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করে গেছেন। তিনি ওসমান পরিবারের আস্থাভাজন লোক। ব্যাক্তিগত ভাবেও তিনি সাধারন মানুষের কল্যানে কাজ করেন। প্রতিবন্ধী শিশুদের জন্য তিনি অনেক সহায়তা করে থাকেন। কেউ বিপদে পড়ে তার শরনাপন্ন হলে কখনো তিনি নিরাশ করেন না। করোনা সংক্রমনকালেও তিনি সুবিধা বঞ্চিত ওয়ার্ডবাসীদের ব্যপক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের ক্রান্তিকালে যখন ওয়ার্ডবাসী ঘর থেকে বাইরে বের হতে পারছিলনা তখন তিনি নিজের বেতনের টাকা নিজে না নিয়ে ওয়ার্ডবাসীদের সহায়তায় কাজে লাগিয়েছিলেন। বয়স্কভাতা ভোগীদের ভাতা প্রদানকালে তিনি নিজের পকেট ভাড়া দিয়ে বাড়িতে পৌছে দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন কাজ করতে গেলে ভুল হবে এটাই স্বাভাবিক। তবে আমি আপ্রাণ চেষ্টা করেছি ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করতে। ফেলে আসা কোন ভুল হলে তিনি ওয়ার্ডবাসীর কাছে ক্ষমা চেয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূণরায় দোয়া চেয়েছেন।

নাসিক ২৩নং ওয়ার্ডে নতুন মুখ আওয়ামী লীগ নেতা জাকির ভূইয়া সিটি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন বলে গতকাল বাগবাড়িস্থ উইলসন রোডে আওয়ামীলীগের একাংশের একটি মতবিনিময় সভায় ঘোষনা দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা। নতুন মুখ জাকির হোসেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে থাকবেন বলে জানিয়েছেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোস্তাক আহমেদ এবারের ২৩নং ওয়ার্ডে নির্বাচন করবেন বলে মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওয়ার্ডবাসীর কল্যানে আমি কাজ করতে চাই। ২৩নং ওয়ার্ডে অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে আমার অভিভাবক মহানগর বিএনপির সহ সভাপতি ও বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আমাকে উৎসাহ দিয়েছে। আমি শেষ পর্যন্ত মাঠে থেকে বিজয় ছিনিয়ে আনবো, ইনশাআল্লাহ। এজন্য সকলের দোয়া চাই।

অপরদিকে ২৩নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি মো.লিটন জানিয়েছেন তারাও পরিবর্তনের পক্ষে বিপ্লব ঘটানোর জন্য নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন। ২৩নং ওয়ার্ডে জনগন তাদের সমর্থণ করেছে।

add-content

আরও খবর

পঠিত