নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে এসএসসি ২০০৯ এন্ড এইচএসসি ২০১১ অফিসিয়াল ব্যাচের গেট টুগেদার এন্ড ক্রিকেট কার্নিভাল ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৩ই ডিসেম্বর শুক্রবার শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৮টায় এবং চলে সারাদিন ব্যাপী।
আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে এসএসসি ২০০৯ এন্ড এইচএসসি ২০১১ ব্যাচের মিলন মেলা ঘটে। জমকালো এ আয়োজনে ক্রিকেট খেলাসহ র্যাম্প শো, ড্যান্স শো ও ডিজে পার্টির আয়োজন করা হয়। আয়োজিত ক্রিকেট খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে রহিত পাঠান রনি এবং সেরা ব্যাটসম্যান হিসেবে পুরুস্কার পেয়েছেন সুমিত চৌধুরি ।গেট টুগেদার অনুষ্ঠানটিতে সাদিয়া সুলতানার উপস্থাপনায় ও সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বিপ্লব সাহা, নারায়ণগঞ্জ ক্লাব এর পরিচালক এস.এম রানা, মিশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নাঈম হোসেন মিশাল সহ প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু এসএসসি ও এইচএসসি ৯-১১ গ্রুপের সদস্যদের উদ্দেশ্য বলেন, আমি অনেক গেট টুগেদার অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু এমন সুন্দর, গোছালো ও উৎসবমুখর অনুষ্ঠান কখনও দেখিনি। আমি গর্বিত এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে।
সামনের (ভবিষ্যত) আয়োজন গুলো আরও সুন্দর করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তানভীর আহমেদ টিটু বলেন, আমি ১৯৯০ সালের এসএসসি ব্যাচের ছাত্র। আমিও আমার বন্ধুদের নিয়ে এমন একটা গেট টুগেদারের আয়োজন করতে চাই।
গেট টুগেদার অনুষ্ঠানটিতে ক্রিকেট খেলায় অংশগ্রহন করেন মো. সুমন হোসেন, মো. রিয়াজুল, শামসুল আমরিন রক্সি, আল-মামুন, অপু, শাহজাহান, রহিত পাঠান রনি, সুমিত চৌধুরি, সজিব, রবিন, মোমেন, তানভীর, ইমাত, রাব্বি সহ প্রমুখ। ক্রিকেট খেলার আয়োজনে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আল-আমিন হাসান এবং সাজিদ হাসান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জোবায়েদ আহমেদ সোহাগ, সাইফুল ইসলাম, ইসতিয়াক আহমেদ সোহেল, সাদিয়া সুলতানা, অন্তরা সাহা, সোহাগ রানা, ইকরাম সরকার সহ প্রমুখ।