শব্দ দূষণে নাকাল সাধারণ মানুষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের সর্বত্র বৃদ্ধি পেয়েছে শব্দ দূষণ বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দ দূষণ করে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছে। এ বিষয়ে বিগত সময়ে বন্দর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভায় শব্দ দূষণ নিয়ে আলোচনা হয় এবং পুলিশকে এ বিষয়ে দেখার আহবান জানানো হয়।

এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীরেিগর সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম জানান, বর্তমানে সাউন্ড সিস্টেমের মাধ্যমে রাস্তায় বা বাড়িতে বিয়ের অনুষ্ঠানের নামে বিভিন্ন অরুচিপূর্ণ গান বাজিয়ে শব্দ দূষণ করছে। এ ব্যপারে বাধা দিলে এলাকায় সংঘাতের সৃষ্টির আশংকায় কেউ কিছু বলতে পারছে না। এই শব্দ দূষণের ফলে হৃদরোগে আক্রান্ত রোগীরা যেমন আরো বেশী আক্রান্ত হচ্ছে তেমন শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘœ সৃষ্টিসহ সাধারণ মানুষের ঘুমের ব্যাঘাত করে যাচ্ছে। এ বিষয়ে সমাজের মানুষের মাঝে সচেনতা বৃদ্ধি প্রয়োজন। এ জন্য প্রতিটি জুম্মা মসজিদে এ বিষয়ে ইমামরা বয়ান রাখেন তা হলে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা ফিরে আসতে পারে। এ দিকে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশকে এ বিষয়ে তৎপর হওয়ার আহবান জানালে পুলিশ বিষয়টি আমলে নিয়ে কিছু দিন কাজ করার পর এখন সব কিছু ব্যাস্তে গেছে।

এ ব্যাপারে ডা. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, শব্দ দূষণের ফলে মানুষের কানের সমস্যা দেখা দিচ্ছে। অনেকের শ্রবণ শক্তি কমে এসেছে। এ জন্য প্রশাসনের পদক্ষেপ নেয়া বেশী প্রয়োজন।

add-content

আরও খবর

পঠিত