নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যারা সত্য কথা বলে ও মানুষের সঙ্গে থাকে, জননেত্রী শেখ হাসিনার প্রতি যারা আস্থা রাখে, অবিচল থাকে তাদেরই বিজয় হবে। আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি। কোনো ষড়যন্ত্র আমাকে রুখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার আলীগঞ্জ মাঠে উইনার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, ফতুল্লা নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। নৌকা তুলে দেওয়া হয়েছে এমন একজনকে যে জীবনেও নৌকা বলেনি। তারা নারায়ণগঞ্জে নেতা তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কাউসার আহমেদ পলাশকে কীভাবে সরানো যায়, সে যেন এমপি টিকেট না চাইতে পারে এ জন্য বিভিন্ন ছক আঁকা হচ্ছে।
তিনি আরও বলেন, এই মাঠে দাঁড়িয়ে পলাশকে আশ্বস্ত করেছিলাম যে, শেষ দিন পর্যন্ত তোমার পাশে থাকবো। হ্যাঁ, হুমকি-ধমকি ছিল। এমন হুমকি-ধমকি দিয়েছিল শেখ রাসেল পার্ক করার সময়ও। আমি বলেছিলাম, শত চেষ্টা করেও রুখতে পারবেন না। সত্য বলতে হবে, সত্য ছাড়া কোনো উপায় নেই। আপনাদের নেতাকে ডান্ডা-বেড়ি পরিয়েছিল। তখন কি মনে হয়েছিল, এই বুঝি সব শেষ ! শেষ কিন্তু হয়নি। কারণ যারা সত্য ও মানুষের সঙ্গে থাকে, যারা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখে, অবিচল থাকে তাদেরই বিজয় হয়। পলাশকে আলীগঞ্জে আবদ্ধ করতে চেয়েছিল, শুধু ফতুল্লার নেতা বানাতে চেয়েছিল। সে পলাশ আজ সারা বাংলাদেশের নেতা।
আইভী আক্ষেপ করে বলেন, আমার এলাকার মধ্যে অনেকগুলি মাঠ আমি রক্ষা করেছি কিন্তু দু:খের বিষয় আমরা আদমজী মাঠটি রক্ষা করতে পারেনি। আদমজী মাঠটা যখন হাত ছাড়া হয়ে যায়, সে সময় সংসদ সদস্য কে ছিলেন ? বর্তমান সংসদ সদস্যই তখন ছিলেন। তিনি একটি টু শব্দটুকু করেননি। দু:খের বিষয় সে সময় আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমার ওইদিকে যাওয়ার এখতিয়ার ছিল না। আমাকে আফসোসের সঙ্গে বলতে হয়, এত বড় মাঠ আমাদের হাত ছাড়া হয়ে গেল। সেখানে প্রায় ৫ কিলোমিটারের মতো বিশাল একটা লেক করছি। এটার জন্য ষড়যন্ত্র হচ্ছে।
সিটি নির্বাচন প্রসঙ্গে মেয়র আইভী বলেন, দল আমাকে নমিনেশন দিলে হাটে-মাঠে-ময়দানে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের দোয়া চাই। দলীয় নমিনেশন পাবো আশা রাখি।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল সহ প্রমুখ।