নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৩৪ নং ডি.এন.রোড সরকারী প্রাথমিক বিদ্যলয়ে শিক্ষার্থীদের মাঝে ২০১৬ সালের নতুন বই বিতরন করা হয়। শুক্রবার পহেলা জানুয়ারী সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শেণী পর্যন্ত বই বিতরন অনুষ্ঠিত হয়। উৎসব মূখর পরিবেশে সকল শিক্ষার্থীরাই আনন্দে উল্লাসিত হয়ে বাড়ি ফিরে যায়। এদিকে সন্তানরা নতুন বই পেয়েছে বিধায় অভিবাবকরাও খুব স্বস্তি প্রকাশ করেন। উক্ত বিতরনকালে উপস্থিত ছিলেন প্রধাণ শিক্ষক শুভাশীষ রায়, ম্যানেজিং কমিটির সভাপতি মাহাবুবুর রহমান, সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, সদস্য পলাশ আহমেদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।