নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি ) : কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান র্প্রাথী এম সাইফুল্লাহ বাদল বলেছেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে কতটুকু উন্নয়ন করতে পেরেছি, কি পারি নাই। তা দেখেই ভোট দিবেন। করোনকাল কিংবা যেকোন সময় যতটুকু পেরেছি আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। তাই আপনারা আগামী ১১ তারিখে মা-বোন সকলের কাছে দাবী রাখতে চাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এই কাশিপুরকে একটি উন্নয়নশীল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) বিকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস তসলিম, সাবেক যুবলীগ নেতা পলাশ আহাম্মেদ।
তিনি আরো বলেন, ইতমধ্যে অসংখ্য খানাখন্দ সড়ককে সংস্কার করে পাকা রাস্তা করে দিয়েছি। কাশিপুর ইউনয়নকে আপনারা আগে কিভাবে দেখেছেন এখন কতটা পরিচ্ছন্ন দেখছেন। আপনারা নির্বাচিত করলে আগামীতে আরো উন্নয়ন হবে। তাছাড়া ইব্রাহীমের ব্রীজ থেকে হাটখোলা পর্যন্ত যে রাস্তাটি আছে তার ড্রেনেজ কাজ করছি। এ রাস্তাটি আরো এক ফুট উচুঁ করা হবে। এ আবেদনও করেছি। যা খুব শিঘ্রই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি।
এছাড়াও কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম সাইফ উল্লাহ বাদলকে সমর্থন দিয়ে উপস্থিত ছিলেন, ঈদগাহ মহল্লা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি দেওয়ান সিরাজ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক খলিলুরর রহমান, দপ্তর সম্পাদক শাকিল, প্রচার সম্পাদক জিয়া, বিল্লাল হোসেন, আশরাফুল আলম, এম সাত্তার, ফতুল্লা থানা, যুবলীগ নেতা সাজন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।