নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদিও এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা। কিন্তু সতন্ত্র থেকে মনোনয়ন নিবেন দলটির অনেকই। তবে এ নির্বাচনে একেবারেই নিশ্চুপ রয়েছে জাতীয় পার্টি।
জানা গেছে, আগামী মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। তবে এবারের নির্বাচন অন্যবারের চেয়ে অনেক সাদামাটা। কারণ বৃহৎ রাজনৈতিক দলগুলোই রয়েছে অনেকটা নিষ্ক্রিয়।
এদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অব্যাহত রয়েছে সমর্থকদের নানা প্রচেষ্টা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী দলীয় প্রার্থী সমর্থকদের হৈ চৈ যেন চোখে পড়ার মত। ইতমধ্যে সকল ইউনিয়নেই নৌকা প্রতীকে প্রার্থী ঘোষনা দিয়েছে আওয়ামীলীগ। এতে করে বিভিন্নস্থানেই নৌকা প্রার্থীর পাশাপাশি সতন্ত্র ও বিদোহী সম্ভাব্য প্রার্থীদের সরগরম দেখা যাচ্ছে।
এরমধ্যে শুধুমাত্র দুইটি ইউনিয়নেই ভোট যুদ্ধে লড়বে জাতীয় পার্টি সমর্থিত দুইজন। তারা হলো মুছাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং কলাগাছিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। সম্প্রতি তাদের পূণরায় বিজয়ী করতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এমপি সেলিম ওসমান।
যদিও তাদের জন্য এখনো পর্যন্ত দলটির পক্ষে কোন নেতাকর্মী আনুষ্ঠানিক কোন ঘোষনা দেয়নি। কিন্তু প্রার্থীরা লাঙ্গল প্রতীকে বিভিন্ন পোস্টার-ফেস্টুন ব্যবহার করে তাদের প্রচারণা চালাচ্ছে। সুতরাং অন্যান্য দলে প্রার্থীতা সংখ্যা ভারি থাকলেও জাতীয় পার্টির সম্বল দুইজনই।
অন্যদিকে রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, স্থানীয়ভাবে জাতীয় পার্টি সুসংগঠিত না থাকায় দলটি দিন দিন নিষ্ক্রয় হযে পড়ছে। তাছাড়া আহ্বায়ক কমিটিতে ভর করে চলায় সাংগঠনিক কাঠামো নড়ভড়ে হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে সকল ইউনিয়নে প্রার্থী দিতে ব্যর্থ হচ্ছে এ দলটি।