নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ব্যাংক কলোনী দাপা আদর্শ স্কুল রোডটি সংস্কারের অভাবে দিনের পর দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অল্প বৃষ্টিতেই রাস্তাটির মধ্যে ছোট বড় অসংখ্য গর্তে পানি জমে যায়। এতে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। অনেকসময়ই রিক্সা, ইজিবাইক সহ ছোট যানবাহন উল্টে গিয়ে র্দূঘটনাও ঘটছে।
জানা গেছে, প্রায় দুই বছর যাবত রাস্তাটির সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ার কারনে সড়কটি আরো বেহাল অবস্থায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই হাঁটু সমান পানিতে তলিয়ে থাকে।
স্থানীয়রা জানায়, পুরো রাস্তাজুড়ে ছোট বড় অসংখ্য গর্ত রয়েছে। সেই সাথে ড্রেনের কোন স্লাব নেই। ময়লার দুর্গন্ধেও এলাকাবাসী অতিষ্ট। রাস্তাটি ঘিরে রয়েছে একটি মসজিদ ও একটি স্কুল। কিন্তু এ সড়কটি সংস্কারে তেমন কোন উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্টরা। তাই খুব কষ্টে চলাচল করতে হচ্ছে মুসুল্লি ও শিক্ষার্থীদের।
স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাাশ করে বলেন, চেয়ারম্যান সাহেব নিজেই এলাকাতে এসে সমস্যা গুলো দেখে গেছেন । কিন্তু তিনি আমাদের বলেন আপনারা ড্রেন নির্মাণ করেন। আর আমরা রাস্তাটি ঠিক করে দেই, একজন জনপ্রতিনিধি মুখে যদি এই কথা শুনতে হয় তাহলে আর কি করার! পরে আমরা এলাকাবাসীরা নিজেরাই টাকা তুলে কোন রকম রাস্তাটি নির্মাণ করে। আর আমাদের তো এতো টাকা নাই যে বড় ঢালাই দিবো, আর এলাকাটি অন্য যে কোন এলাকা থেকে অনেক নিচু।
মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন ময়লা পানি পাড়িয়ে আমাদের নামাজ পড়তে আসতে হয়, জামা কাপড় ময়লা হয়ে যায়। মসজিদের ভিতরেও ময়লা পানি ঢুকে যায়। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা তো কতো ধরনের আশা ভরসা দেন, কিন্তু নির্বাচনের পাশ করার তো তাদের আর কোন খবর নাই। এই যে আমরা এই সমস্যার মধ্যে আছি চেয়ারম্যান সাহেবের তো কোন মাথা ব্যথাই নাই।
এই বিষয়ে ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, এই কাজটি হলো মূলত এলজিইডি কর্তৃপক্ষের। তাদেরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তাছাড়া এলাকার আশেপাশে ছোট্ যে রাস্তাগুলো আছে সেগুলো ঠিক করে দিয়েছি। আর এই রাস্তাটি জন্য টেন্ডার জমা দেওয়া হয়েছে।