শিক্ষা সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর বিন্নি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর প্রতিনিধি) : লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির অক্টোবর সেবা কার্যক্রম এর অংশ হিসেবে মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে গলাচিপা ৩৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা, মাস্ক বিতরণ, বৃক্ষ রোপণ এবং চক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হয়।

এসময় সাবেক প্যানেল মেয়র ও নাসিক ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, আসলে কাজ খুব আনন্দের এখানে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত, ক্লাব সদস্যরা তাদের ক্লাবটি আরো নক দুরপর্যন্ত এগিয়ে যাক। সেই সাথে আমি এই ক্লাবের জন্য যতটুকু পারি সহযোগিতা করবো।

এ বিষয়ে ক্লাব  প্রেসিডিয়াম  মাহবুব  এলাহী জানান,  জেলা  মাননীয়  গর্ভনর  নির্দেশে  প্রতি  বছর অক্টোবরের ১-১৫  ইং  তারিখ  পর্যন্তক্লাবের  পক্ষ  থেকে  এই    কার্যক্রম   পরিচালনা  করে  থাকি, তাছাড়া ১০০  বাচ্চাদের  মাঝে  সুন্নতের  খাতনা  করানোর  আয়োজন  করবো। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আরো কার্যক্রম পরিচালনা করবো ।

প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার বলেন, কার্যক্রমটি খুব ভালো বলে আমরা সবাই মনে করি এবং সদস্যরা আমাদের জানিয়েছেন তারা প্রতি বছরআমাদের বিদ্যালয় সহ পুরো নারায়নগজ্ঞে এই কাজটি করতে চান এবং যে শিক্ষার্থীদের মাঝে যারা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে ২হাজার টাকা দেওয়ার ঘোষনা দেয়া হয়েছে। যার ফলে বাচ্চারা আরো বেশি পড়াশোনা করতে মনোযোগী হবে, সেই সাথে শিক্ষক/শিক্ষিকাদের মূল্যায়ন করা হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, লায়ন্স উপদেষ্টা নাসিরুদ্দিন মন্টু, জিএম হায়দার আলী বাবলু, সাঈদুল ইসলাম শাকিল, সভাপতি এলাহী টিটু, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফত প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত