নাসিক ১৩নং ওয়ার্ডে ৩৬জন মায়েদের ভাতা প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : আজ রবিবার (৩রা অক্টোবর) সকাল ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ৩৬ জনকে ল্যাকটেটিন মাদার ভাতা বিতরণ করেন ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।৩৬ জন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান এমন মায়েদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় ল্যাকটেটিন মাদার ভাতা প্রদান করা হয়। শিশু ও মায়ের পুষ্টি পূরনের জন্য দুই বছরে তিন দফায় প্রতিজন মা ২৮ হাজার টাকা করে পাবেন।

এসময় কাউন্সিলার খোরশেদ ৩৬ জন ভাতা ভোগীর হাতে ব্যাংক একাউন্ট ডকুমেন্টস তুলে দেন এবং উপস্থিত মায়েদের শিশু স্বাস্থ্য’র যথাযথ যত্ন নেয়ার জন্য আহবান জানান। কাউন্সিলার খোরশেদ প্রাপ্ত অর্থ অন্য কাজে না লাগিয়ে শিশু ও মায়ের পুষ্টি চাহিদা পূরনের কাজে ব্যাবহারের অনুরোধ জানান।

add-content

আরও খবর

পঠিত