ড্রীম বয়েজ এর উদ্যোগে হাফেজ ছাএদের কোরআন প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ ) : ড্রীম বয়েজ ক্লাবের উদ্যোগে মাসদাইর আন নূর আদর্শ মাদ্রাসায় হাফেজ ছাএদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা  হয়েছে।  শনিবার ২অক্টোবর  বিকেলে ৬৯নংপশ্চিম মাসদাইর  প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায়  আন নূর আদর্শ মাদ্রাসায় ছাএদের মাঝে  মানবজাতির মুক্তির সমাধান মহাগ্রন্থ আল কোরআন বিতরন করা হয়। বিতরণ শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন  মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান,  ড্রীম বয়েজ ক্লাবের সভাপতি নাঈম সানি, সাধারণ সম্পাদক সাদরীল হাসান মুন্না,  সহ সভাপতি – এস কে সজিব যুগ্মসাধারণ সম্পাদক -সাইফুল ইসলাম। সাব্বির আহমেদ  সাংগঠনিক সম্পাদক – তানজিমুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক – জুবায়ের আহমেদ সাব্বির রাজ সহ আরও অনেক নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত