এমপি শামীম ওসমানের আর্শিবাদ চায় তারা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকে বেড়েছে ব্যস্ততা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওযার্ডে সম্ভাব্য প্রার্থী আর বর্তমান কাউন্সিলরের যেন বসে থাকার সময়ই মিলছে না। নানাভাবে ভোটারদের কাছে যাচ্ছে তারা । এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগ নেতা মহসিন ভূইয়া ও বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সমর্থিতদের সঙ্গে হট্টোগোলও বেঁধে গেছে। আর এ নিয়ে স্থানীয়দের মাঝেও এখন বিরূপ ধারণাও সৃষ্টি হয়েছে। তবে উভয়ই চান সাংসদ শামীম ওসামনের আর্শিবাদ।

জানা গেছে, দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কর্মীসভা করার নির্দেশ দিয়েছেন সাংসদ শামীম ওসমান। আর সেই নির্দেশনায় ২৭ টি ওয়ার্ডে চলছে কর্মী সভা। যেখানে বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।সেখানে সভাচলাকালে সঞ্চালক ছাত্রলীগের সাবেক সদস্য এস এইচ এম মাহবুব আলম বর্তমান ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার পক্ষে নির্বাচনী আলোচনা করায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে একই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মহসিন হোসেন ভূইয়া সমর্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠে। তারা চিৎকার চেঁচামেচি করে অশোভন আচরণ করে।

পরে বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সমর্থিত লোকজনও উত্তেজিত হয়ে পড়ে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে হট্টোগোল। একপর্যায়ে নেতাদের সামনেই দুই পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে মঞ্চে উপস্থিত আওয়ামীলীগের নেতারা দুই পক্ষকে শান্ত করেন। তবে এসময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মাঝেও বেশ আতংক ছড়িযে পড়ে। এছাড়াও এর আগে বিকেলে তাঁতখানা এলাকা থেকে বৌ-বাজারে কর্মী সভায় মিছিল নিয়ে যাওয়ার সময়ও রাস্তার পাশের দোকানপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাটারে আঘাত করে বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি করে মহসিন ভূইয়ার মিছিলে থাকা কিশোর ও যুবকরা।

নির্বাচন প্রসঙ্গে স্থানীয়রা জানায়, এই ওয়ার্ডে মাদক সহ নানা সমস্যায় এখনো জর্জরিত তারা। তাছাড়া পানি সমস্যায় ব্যপক হারে বেড়েছে। রয়েছে সন্ত্রাসী বাহিনীর প্রভাব। যার জন্য বিভিন্নসময়ই মারামারি ঘটনায় আতংকিত থাকে এলাকবাসী। তারা চায় এমন একজন কাউন্সিলর যারা কোন ভাই বা বোনের লোক নয়। উন্নয়নের পাগল এবং জনগনের সেবা দিতে চায় এমন একজন প্রতিনিধি চাই।

add-content

আরও খবর

পঠিত