চালকের ছদ্মবেশে মাদক সরবরাহ করতো রাফি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে ১৪ কেজি গাঁজা ও প্রাইভেটকার জব্দসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক করবারী মো. অপু আহমেদ @ রাফি (২৩) কে হাতে নাতে গ্রেফতার করা হয়। বিকালে র‌্যাবের মিডিয়িা অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসানের পাঠানো এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী মো. অপু আহমেদ @ রাফি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিন এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে অভিনব পদ্ধতিতে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে আসে।

পরে তা ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর একমাত্র পেশা, প্রাইভেটকার চালক হিসেবে পরিচয় তার ছদ্মবেশ মাত্র। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত