নাসিক বাজেট ঘোষণা করেছেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলতি ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ ৬৮৮ কোটি ২৩ লক্ষ ১৭ হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। সোমবার দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলতি অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র বিভা হাসান,  কাউন্সিলর সহ নাসিকের কর্মকর্তারা।

এসময় মেয়র বলেন, অবকাঠামোগত উন্নয়ন- রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপনসহ সূপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত