নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধে ৩৪জন প্রাণহানী হওয়া বাইতুস সালাত জামে মসজিদটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পশ্চিম তল্লা এলাকায় ক্ষতিগ্রস্থ মসজিদটির সামনে এ মানববন্ধন করে নিহত পরিবারের স্বজন ও মুসুল্লিরা । এসময় তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর হস্তক্ষেপ কামনা সহ আগামী ৭ দিনের মধ্যে মসজিদটি খুলে না দিলে কঠোর কর্মসূচী পালনেরও ঘোষনা দেন।
মানববন্ধনে বক্তারা দাবী করে বলেন, যখন তদন্ত হয়েছে তখন ভালোভাবে দেখেছি মসজিদের নিচে কোনো গ্যাস সংযোগ অথবা গ্যাস লাইনের পাইপ পাওয়া যায়নি। মসজিদের বাইরে দিয়ে যাওয়া সংযোগ থেকে গ্যাস লিকেজ হয়ে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছে। সুতরাং তিতাস কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে সঠিক প্রতিবেদন দিতে সময় নিচ্ছে। তাছাড়া এরআগে তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ৩৪টি তাজা প্রাণ মসজিদে শহীদ হয়েছে।
বক্তারা ক্ষতিগ্রস্থ মসজিদ প্রসঙ্গে বলেন, আল্লাহ পাকের পবিত্র মসজিদ আজ নাপাক পানিতে তলিয়ে আছে। পুরো মসজিদটি যেন ধ্বংস স্তুপ হয়ে গেছে। অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে। কিছুই করতে পারছিনা। আমরা নামাজ পড়তে চাইলেও দূরে গিয়ে পড়তে হচ্ছে। বয়স্কদের জন্য যা খুবই কষ্টকর। তাছাড়া এখানে যে পানি জমে রয়েছে এজন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই দ্রুত এই মসজিদটি মুুসুল্লিদের জন্য খোলে দেয়া হোক।
প্রসঙ্গত, গেল বছরের ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৪ জনের মৃত্যুসহ আরও ১৫ জন দগ্ধ হন। মসজিদের অভ্যন্তরে বিদ্যুতের সংযোগ থেকে স্পার্ক ও গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের মিশ্রণে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পুলিশের করা মামলায় চার মাস তদন্ত শেষে ৩১ ডিসেম্বর ২৯ জনকে আসামি করে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।
এসময় উপস্তিত ছিলেন, উল্লেখিত বিস্ফোরণের ঘটনায় নিহত ইমাম মো. মালেকের বড় ছেলে নাঈম, ছোট ছেলে ফাহীম, আহত মো. আমজাদ, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জসিম উদ্দিন, ফয়সাল, ইসহাক সহ স্থানীয় মুসুল্লিগণ।