ছাত্রলীগ নেতা মানিকের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ এর উপ পরিবেশ সম্পাদক সৈয়দ তোফাজ্জল হোসেন মানিক এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ই আগস্ট রবিবার সকালে তার নিজ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামিলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক ফরিদ আহমেদ লিটন, মো. ইসহাক, থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন,

এ প্রসঙ্গে আয়োজক মানিক বলেন, বঙ্গবন্ধুর কন্যা এদেশে বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার করেছেন যারা পলাতক আছে এদেশের মাটিতে তাদের বিচার হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি আমরা অন্যায়ের সাথে আপোষ করি না তিনি শিয়াচর বাসীর কাছে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত এর জন্য দোয়া কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রাহাদ, কামরুজ্জামান আবুল, সৈয়দ দিদার হোসেন, মোরশেদ আলম, মন্টু, সালাম সরকার, শামসুল হুদা আরমি সাঈদ ছাত্রলীগ নেতা রিদয়, মারুফ, অপু, রতন, রিফাত,সামিউল প্রমুখ। পরিশেষে গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ এবং এতিমদের নিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করেন তোফাজ্জল হোসেন মানিক।

add-content

আরও খবর

পঠিত