নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গত ১২ই আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাবের বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার চাকু ২টি) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো : মো. ফয়সাল হোসেন (২৮), মো. আলমগীর হোসেন সজিব (২৩), মো. তানভীর হোসেন রাশেদ (৩২), মো. ওমর আজিজ ওরফে মানিক (১৮), মো. ইয়াকুব আলী (২১), মো. রাকিব হোসেন (১৯), মো. মেহেদী হাসান (২৩), রিদোয়ান হোসেন (২৪) এবং মো. কামরুজ্জামান সাগর (২৪)।
আজ ১৪ই আগস্ট শনিবার বেলা ৩ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর লে : কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গত ১২ই আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে র্যাবের বিশেষ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী পশ্চিমপাড়া সাকিনস্থ ধনু হাজ্জী রোড সংলগ্ন মো. মনির হোসেন এর নির্মাণাধীন ১০ তলা বিল্ডিং এর ভিতর অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় নয় সদস্য কে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।