নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআই এর অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করা এবং কয়েল তৈরী করার অপরাধের দায়ে মেসার্স শাহ কেমিক্যাল নামে এক কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১১ই আগস্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত ওই কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্যাব, বিএসটিআই এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।
জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত এক কয়েল ফ্যাক্টরিতে ৬৫৫ এক্সট্রা পাওয়ার কয়েল জাম্বু বুস্টার, নিউ বসুন্ধারা সুপার পাওয়ার মেঘা কয়েল, নিউ বসুন্ধারা সুপার মসকিউটো কয়েল, নিউ বসুন্ধারা মসকিউটো কয়েল বিএসটিআই এর অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করা এবং কয়েল তৈরী করার অপরাধের দায়ে মেসার্স শাহ কেমিক্যালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।