সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় সাহাব উদ্দিন সাহাব এর বিরুদ্ধে ফেসবুক আইডিতে মানহানীকর ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানোর তার অভিযোগ উঠেছে। গত ৯ই আগস্ট সোমবার বিকালে একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক জুয়েল আলী ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন যাবত সাহাব উদ্দিন নিজেকে একটি টেলিভিশনের পরিচয় দিয়ে পুরো ফতুল্লায় আধিপত্য বিস্তার করছে। এছাড়াও  তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কুরুচিপূর্ন, মানহানীকর ও মিথ্যা তথ্য সহ বাদীর ছবি সম্বলিত আপত্তির পোষ্ট দিয়েছে। ওই পোষ্টের কারণে তথ্য আইন লঙ্ঘন সহ ডিজিটাল নিরাপত্তার অপব্যবহার করেছে। এতে করে বাদীর সম্মান ক্ষুন্ন সহ সামাজিক ভাবে হেয় হয়েছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তফা কামাল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত সাহাব উদ্দিন সাহাব মুঠোফোনে জানান, শুধু কি আমি করছি ? অনেকেই নিউজ করছে, আমি করলে দোষ কি? পরে সাংবাদিকদের ছবি ডিলেট করে দিছি। কি দোষ হইছে আমি জানতে চাই ?

add-content

আরও খবর

পঠিত