নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস প্রতিরোধে ৭ই আগস্ট শনিবার দেশব্যাপী করোনা গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে টিকা দেয়া শুরু হয়েছে। টিকাদান কর্মসূচির প্রথম দিনে প্রায় ৬০০ জন লোক টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে। ৭ আগস্ট শনিবার সকাল থেকে শুরু হয় টিকা কার্যক্রম। এ সময় কেন্দ্রের বাইরে ভ্যাকসিন নিতে আসা মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
এ সময় খোরশেদ স্ত্রী আফরোজা খন্দকার লুনা বলেন, সরকারী ভাবে নাসিকের তত্ত্বাবধানে তিনটি বুথে করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমরা টিম খোরশেদের পক্ষ থেকে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছি। আপনারা যানেন খোরশেদ নেই। তবে আমাদের মানবিক সংগঠন টিম খোরশেদ তাদের দাফন থেকে শুরু করে অক্সিজেন, প্লাজমা, মেডিকেল সাপোর্ট সহ সকল ধরনের কার্যক্রম চালু রেখেছে।
তিনি আরও বলেন, আমরা জানি না এভাবে কতদিন চালাতে পারবো। যেহেতু খোরশেদকে মামলা দিয়ে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করছে দাবী জানাচ্ছেন দেশব্যাপী যখন মহিলা প্রতারকদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে সেখানে আমাদের নারায়ণগঞ্জে কেন নয় ৷ নারায়ণগঞ্জেও এ ধরণের মহিলারা আছে যারা প্রতারণা করছে। তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
ওয়ার্ড সচিব টিপু বলেন, যেহেতু বর্তমানে টিকা কার্যক্রম পরীক্ষামূলক ভাবে চলছে তাই একটু ভোগান্তি হচ্ছে। তবে আগামীতে যখন গণহারে টিকা দেয়া হবে তখন আমরা এই ভেগান্তি লাঘব করে আনার চেষ্টা করবো।