এম ভি ইকরাম আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ জাদুঘর হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্যবহনকারী এম ভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। ৪ঠা আগস্ট বুধবার বিকালে নারায়ণগঞ্জের খানপুরে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এম ভি ইকরাম জাহাজ সংরক্ষণ জাদুঘর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে ৪টি যায়গা পরিদর্শন করেন তারা।

সময় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। এম ভি ইকরাম মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করে। পাকিস্তান বাহিনীর জাহাজটি নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধারা অভিযান চালিয়ে ধবংস করেছিলেন। জাহাজটির ঐতিহাসিক গুরুত্ব অনেক।

তিনি আরো বলেন, নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের সংঘটিত অপারেশন জ্যাকপট নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যা নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করবে।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য ১২ বছর ধরে নিরসলভাবে কাজ করে যাচ্ছি। তারই একটি অংশ এমভি ইকরাম খুঁজে পেয়েছি। এটা উদ্ধার করা হয়েছে। এটাকে সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা সরকারের দায়িত্ব। সেজন্য আমরা দেখে গেলাম। পরামর্শক কমিটির প্রস্তাবনা অনুযায়ী এখানে এমন একটি মিউজিয়াম করা হবে, যা আগামী ৫০০ বছর পরও মুক্তিযুদ্ধে কথা বলবে, প্রজন্মের কথা বলবে। আমরা আশা করি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে গর্ব অহংকারের কাজ সমাপ্ত হবে।

সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। অপারেশন ১৯৭১ এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম মোংলা সমুদ্রবন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। সে সময়ে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ডুবিয়ে দেয়া হয়েছিল পাক হানাদার বাহিনীর জাহাজ এমভি ইকরাম।

add-content

আরও খবর

পঠিত