র‌্যাবের জালে ৫ জুয়াড়ি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৩০ই জুলাই শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া কড়াইতলা এলাকায় এক জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরাঞ্জামাদি ও জুয়া খেলার নগদ ৯ হাজার ৭শত টাকা জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. ফরিদ হোসেন (৩৯), আতিক বাহাদুর (২৮), মো. মিলন ওরফে ইমন (২৯), আলাউদ্দিন আল রোমান (৪০) ও মো. মেহেদী হাসান ওরফে ইব্রাহিম (২৮)।

আজ ৩১শে জুলাই শনিবার বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া কড়াইতলা এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ প্রকাশ্য জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ২০/৩০ জন লোক নিয়মিত অবৈধ প্রকাশ্য জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণ করতে সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিল। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাবের ওই কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত