নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জিম্বাবুয়ে সিরিজের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নিতে চার বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়।
আজ ২৯ই জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
বিমানবন্দন থেকে সরাসরি টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে গেছেন অস্ট্রেলিয়ানরা। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যৌথ ব্যবস্থাপনায় টিম হোটেলকে আগে থেকেই জৈব সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে। ওখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলন শুরু করবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে টি–টোয়েন্টিতে ভরাডুবি হয় তাদের। অজিদের ৪–১ ব্যবধানে হারান গেইল–পোলার্ডরা।
তবে ওয়ানডে সিরিজে কামব্যাক করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজটি ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়ে বাংলাদেশে এসেছে তারা।
শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্ল্যান ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা।
বলার অপেক্ষা রাখে না, ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১–১ ড্র) খেলে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। প্রায় চার বছর (তিন বছর ১০ মাস) পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধু ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।
ঢাকার শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। একই মাঠে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট হবে সিরিজের অপর ম্যাচগুলো।