মুক্তিযোদ্ধা আবুল হাশেমের মৃত্যু, কমিউনিস্ট পার্টির শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার নেতা মো. আবুল হোসেনের বড় ভাই ও কমরেড ইকবাল হোসেনের চাচা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কমিউনিস্ট পাটি।

আজ ২৯ই জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি  কমিটির নেতা এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম এর শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার কাশিপুরের বাড়ীতে গিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, আজ ২৯ই জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কাশিপুরের বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানাজা শেষে রাস্ট্রিয় মর্যাদায় ফতুল্লা থানাধীন কাশিপুর ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় ।

এদিকে এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা, সদর উপজেলার কমান্ডার জুলহাসসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

add-content

আরও খবর

পঠিত