ঝোপের ভেতর পেল নিখোঁজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপে নিখোঁজের ৪ দিন পর আতাউর রহমান (৬৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ই জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কালিরবাজার চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা কুমুদিনী খালের পশ্চিম পাশের পাড়ের ঝোপের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

নিহত আতাউর রহমান শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় জয়নাল কমিশনারের বাড়িতে থাকতেন। এবং তিনি শহরের কালিরবাজারের চারারগোপ এলাকায় ফল ও সবজি উঠা নামানোর কাজ করতেন বলে জানা যায় ।

সদর মডেল থানা পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পঁচে-গলে যাওয়ায় মরদেহের চেহারা চেনার মতো অবস্থায় নেই। তবে ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা পরনের পোশাক দেখে মরদেহটি আতাউর রহমানের বলে শনাক্ত করেছেন। পরে মরদেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মর্গে পাঠানো হয়৷

add-content

আরও খবর

পঠিত