মেয়র আইভীকে সান্তনা দিলেন এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার সহধর্মিণী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে তার বাড়িতে গিয়ে তাকে সান্তনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। ২৭ই জুলাই মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে দলীয় নেতাদের নিয়ে দেওভোগে চুনকা কুটির নামে বাড়িতে ছুটে যান শামীম ওসমান।

এর আগে বিকাল ৪টায় শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার পিতা, মাতা, বড় ভাই ও আইভীর বাবার কবরও জিয়ারত করেন শামীম ওসমান।

এদিকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির প্রধান গেইট দিয়ে চুনকা কুঠিরে প্রবেশ করতেই নারায়ণগঞ্জের পৌর পিতা আলী আহম্মদ চুনকার ছোট ছেলে আহম্মদ আলী রেজা উজ্জলকে সামনে পান । তখন তাকে সাথে নিয়ে বাসার ভেতর প্রবেশ করে ড্রয়িং রুমে বসেন শামীম ওসমান। সোফার কিছুটা সময় বসে মেয়র আইভীর জন্য অপেক্ষা করেন শামীম ওসমান। পরে আইভী এসে একই সোফায় শামীম ওসমানের পাশে বসেন। এসময়  শামীম ওসমান আইভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্তনা দেন। ওই সময় শামীম ওসমান বলেন, চাচী খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আমাদের এখন তার জন্য দোয়া করতে হবে আর এমনভাবে চলতে হবে যেন তাদের আত্মা শান্তি পায়। আমিও এতিম আমি বুঝি এতিম হওয়াটা কত কষ্টের সেটা যেই বয়সেই হই না কেন।

এ সময় আইভী বলেন, আগামী শনিবার (৩১ই জুলাই) বাদ আসর দোয়া ও মিলাদ আমাদের মসজিদে আপনারা আসবেন। পরে শামীম ওসমান তার সঙ্গে সেখানে যাওয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জানান, শনিবার চাচীর মিলাদ আপনারা মাস্ক পড়ে নিয়ম মেনে এখানে আসবেন।

শামীম ওসমান মেয়র আইভীকে সান্তনা দেয়ার সময় নারায়ণগঞ্জের পৌর পিতা আলী আহম্মদ চুনকার ছোট ছেলে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, মেয়ের জামাই জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির সহ স্বজনরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, আওয়ামীলীগ নেত্রী রানু খন্দকার প্রমুখ । প্রায় ১৫ মিনিটের মতো শামীম ওসমান মেয়র আইভীর বাসায় অবস্থান করেন। পরে তিনি বেরিয়ে যাওয়ার সময় মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপনকে কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেন এবং খোঁজ খবর নেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ১৬ নং ওয়াড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন এর সভাপতি নাজমুল আলম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ সভাপতি (জেনারেল) মো. কবীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জয়, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু প্রমুখ। এছাড়া এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেয়র আইভীর মাতা মমতাজ বেগম ২৫ই জুলাই রবিবার বিকাল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা বাইতুল নুর জামে মসজিদ (দেওভোগ চেয়ারম্যান বাড়ি মসজিদ) এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার মরদেহ দাফন হয়।

add-content

আরও খবর

পঠিত