রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভাসহ গোলাকান্দাইল ও ভূলতা এলাকার জলাবদ্ধতা নিরসনে ২৫ই জুলাই রবিবার আরো একটি সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এ নিয়ে যাত্রামুড়া, সুতালড়া, কান্দাপাড়া, মাসাবো, বরপা বাগানবাড়ি এলাকায় ১০ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি সাইজের ১৩ টি সেচ পাম্প স্থাপন করা হলো। সেচ পাম্পগুলো জলাবদ্ধতা নিরসনে এক টানা চালু রয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর যৌথ অর্থায়নে এ সেচ পাম্পগুলো স্থাপন করা হয়।

তারাবো পৌরসভার সুতালড়া এলাকায় আয়োজিত রবিবার সেচপাম্প স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া, মাহফুজা আক্তার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া ও মঞ্জুর হোসেন ভুইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিটি ড্রেনেজ পাম্প মিনিটে ৩২ হাজার লিটার পানি নিষ্কাশন করতে পারে। শিগগিরই ৩২ ইঞ্চি সাইজের আরো একটি সেচপাম্প স্থাপন করা হবে। সেই সেচপাম্প স্থাপন করার এক মাসের মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প ব্লক-১ ও অগ্রণী সেচ প্রকল্পের সেচ খালগুলো সংস্কার করতে হবে। তবেই  জলাবদ্ধতা শতভাগ নিরসন হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

add-content

আরও খবর

পঠিত