নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : কোরবানির সিংহভাগ অর্থ দিয়ে করোনায় সংক্রমন মোকাবেলায় ২২নং ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও ২২নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খান মাসুদ।
গত ১৫ই জুলাই বৃহস্পতিবার গভীর রাতে নিজ কর্মীদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ২২নং ওয়ার্ডের জামাই পাড়া, বাড়ই পাড়া ও কোটপাড়া এলাকায় প্রথম ধাপে হতদরিদ্র ৪শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন মানবিক যুবলীগ নেতা খান মাসুদ।
এ সময় যুবলীগ নেতা খান মাসুদ বলেন, করোনার কারণে অনেকেই অসহায় হয়ে পড়েছে। শুরু থেকেই সাধ্যমতো চেষ্টা করে আসছি তাদের পাশে দাঁড়াতে। এবারের ঈদুল আযহা উপলক্ষে কোরবানির সিংহভাগ অর্থ দিয়ে সেসব মানুষের সেবায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি। ইচ্ছে ছিল অসহায় পরিবারের প্রতিটি ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়ার। কিন্তু আমার সাধ্য নেই, তারপরও প্রায় ১ হাজার পরিবারের জন্য কিছু করতে পেরেছি তাই মহান সৃষ্টি কর্তার কাছে শুকিয়া। এসব সামগ্রী ২২ নং ওয়ার্ডে প্রতিটি এলাকায় আমার কর্মী ধারা ধাপে ধাপে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।
তিনি আরও বলেন, করোনায় কর্মহীন যারা ধনীদের কাছে লজ্জায় সাহায্য চাইতে পারে না, এমন মানুষের বাড়ি বাড়ি নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। কারণ যারা হাত পাততে পারে তাদের খাবারের কষ্ট থাকে না। সবাই তাদের সাহায্য করে থাকে কিন্তু যারা লজ্জায় হাত পাততে পারে না এমন লোক খুঁজে খুঁজে তাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। বিত্তবানদের প্রতি আমার আহবান দেশের এই ক্রান্তিলগ্নে সমাজে অসহায় মানুষের পাশে এসে দাড়ান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, মো.উজ্জ্বল,আকিব হাসান রাজু, মো. অনিক, আরিফুল ইসলাম অপু, পাভেল, ফরিদ আলম সহ প্রমুখ।