১৮ই জুলাই থেকে পোশাক কারখানায় ছুটি শুরু, আগেই হবে বেতন-বোনাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : আগামী ২১ই জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আযহা পালিত হবে ঈদকে সামনে রেখে সব অফিসআদালত বন্ধ থাকবে সরকারি ছুটি থাকবে (২০২২ জুলাই) তিন দিন অন্যদিকে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয়া পোশাক খাতের শ্রমিকরা তারা ১৮ই জুলাই থেকেই ছুটি পাচ্ছেন ঈদের সরকারি ছুটি শুরুর আগে তাদের ধারাবাহিক ছুটি চলবে ২০ই জুলাই পর্যন্ত

মূলত শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে ঈদ করতে পারেন এজন্যই তাদের ধারাবাহিক ছুটির ব্যবস্থা করা হয়েছে। তৈরি পোশাক মালিকরফতানিকারকদের সংগঠন বিজিএমইএ বিকেএমইএর একাধিক সদস্যভুক্ত কারখানা মালিকরা তথ্য নিশ্চিত করেছেন

অন্যদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। আর মালিকপক্ষ বলছে, তৈরি পোশাক কারখানায় ইতোমধ্যে বেতন দেয়া শুরু হয়েছে। আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে বেতন ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করবেন মালিকরা। সরকারি সিদ্ধান্ত না হলেও মালিকরা নিজেদের উদ্যোগেই শ্রমিকদের বেতনবোনাস পরিশোধ করছেন

পোশাক কারখানায় ছুটি বিষয়ে বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান বলেন, আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে থাকুক। তারা স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঈদ করবে, এটাই আমাদের চাওয়া। শ্রমিকরা যাতে দল বেধে নিজ নিজ বাড়িতে না যান জন্য পর্যায়ক্রমে ১৮ জুলাই থেকে কারখানায় ছুটি দেবো।

বেতনবোনাস নিয়ে শ্রমিক সংগঠনগুলো বলছে, প্রত্যেক ঈদ উৎসবেই দেখা যায় বেতনবোনাস নিয়ে মালিকরা সমস্যা সৃষ্টি করেন। ঈদের দিনেও শ্রমিকদের বেতনবোনাসের জন্য কারখানায় অবস্থান করতে হয়। বিষয়ে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত বলেন, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যেই সব কারখানায় সম্পূর্ণ বেতনবোনাস পরিশোধ করার আহ্বান থাকবে আমাদের। অনেক কারখানা ১৮/১৯ তারিখে বেতনবোনাস পরিশোধের কথা বলছে। এর ফলে দেখা যাবে ব্যাংকের ঝামেলার কথা বলে শ্রমিকদের বেতন বোনাস অনিশ্চিত করে তুলবে মালিকরা

নিয়ে পোশাক শিল্প উদ্যোক্তা ফতুল্লা অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলে শামীম এহসান বলেন, পোশাক কারখানাগুলোতে গত সপ্তাহে বেতন দেয়া শুরু হয়েছে। অধিকাংশ কারখানা মালিক বেতন দেয়া শেষ করেছেন এখন তারা বোনাস দেয়ার চিন্তা করছেন। আশা করছি, কারখানা ছুটির আগেই সব শ্রমিক বেতনবোনাস নিয়েই নিজ পরিবারের সাথে ঈদ করতে পারবেন

সুত্র : জাগো নিউজ।

add-content

আরও খবর

পঠিত