নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে সেজান জুস কারখানার অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ এর প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই জুলাই সোমবার মৃত্যুপূরী সেজান জুস কারখানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মালিক ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি দপ্তরগুলোর অবহেলায় আর কত শ্রমিকদের জীবন দিতে হবে। রানা প্লাজা, তাজরীন, টাম্পাকোর যদি উপযুক্ত বিচার হতো তাহলে সেজান জুস ফ্যাক্টরিতে ৫২ জন শ্রমিকের জীবন যেতো না। মালিক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু উপযুক্ত বিচার হবে কিনা তা আমাদের জানি না। এখানে কারখানাটির বিল্ডিং কোড মানা হয়নি। অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। শিশু শ্রমিক নিয়োজিত ছিল। আগুন লাগার পর তারা কলপসিবল গেট বন্ধ করে রেখেছিল যার কারণে শ্রমিকরা বের হতে পারেনি। আইএলও কনভেশন ১২১ অনুযায়ী নিহত শ্রমিকদের সারা জীবন আয়ের সমান অর্থাৎ ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বকেয়া, ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে। এ ঘটনভয় জড়িত সকল অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় শ্রমমন্ত্রী কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।