নারায়ণগঞ্জে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ২১ জুয়াড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে জুয়ার আস্তানা থেকে হাতে নাতে নয় জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১১ই জুলাই রবিবার ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় মধ্যরাত ১ থেকে ২ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদি ও সর্বমোট ২৮ হাজার ১শত ৪০ টাকা উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : শ্রী সবুজ মন্ডল ওরফে রিপন (২৭), মো.সুমন হোসেন (৩৮), মো. দেলোয়ার হোসেন (৪০),  মো. সেলিম ওরফে রহিঙ্গা (৪২), মো. শামীম (৫০), মো. রনি ওরফে স্বপন (২৯), রিপন (৪০), হাফিজুর (৪২), মো. নাদিম (২৮), মো. রতন মৃধা (৩৪), মো. মনিজল (৪২), মো. তাজেল (২৮), মো. আমজাদ শেখ (৩২), মো.মনির হোসেন (২৮), মো. বাহাউদ্দিন (৩০), মো.হাসান (২৬), মো. মানিক (২৫), মো. শহিজল (২৫), মো. মোশারফ হোসেন (৪৪), মো. আবুল কালাম (৩৮) ও কালাম (৩৪)।

নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর বলে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।  নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত