নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জনস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রূপগঞ্জের সেজান জুস কারখানার হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে। এ হত্যাকান্ডের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। নিহতের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুণর্বাসন করতে হবে। ১১ই জুলাই রবিবার দুপুরে আড়াইটার সময় সেজান জুস কারখানার আগুনে ভষ্মীভূত ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, এমন ঘটনা একটা নয়, প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ন্যায় নীতি না থাকলে ইন্ডাস্ট্রিয়াল রুল্স না মানলে এ দুর্ঘটনা থামবে না। এটা সরকারের ব্যর্থতা। আমাদের সবার জন্য দু:খ আছে, জাতীর জন্য দুর্ভাগ্য আছে। কোন সরকার নির্বাচিত না হলে জনগণের প্রতি দায় দায়িত্ব থাকে না। এই সরকার ডাকাতির সরকার, লুটেরার সরকার, এ সরকার ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। প্রধানমন্ত্রীর উচিৎ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া।
এ সময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ব্যারিষ্টার আব্দুল কাইয়ুম, পপি রানী সরকার সহ প্রমুখ।