রূপগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের জেলার রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ১০ই জুলাই শনিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৩০২/৩২৩/৩২৪/৩২৫/৩২৯/৩০৭ ধারায় পেনাল কোড-১৮৬০, হত্যা ও হত্যার উদ্দেশ্যে সামান্য ও গুরুতর জখম করার অপরাধে এ মামলা দায়ের করা হয়। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামীরা হলেন : সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম (৭০), তার ৪ ছেলে হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১) এবং সজীব গ্রুপের প্রধান নির্বাহী শাহান শাহ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম  মামুনুর রশিদ (৫৩) ও হাশেম ফুডস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মোহাম্মদ সালাউদ্দিন (৩০)। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

add-content

আরও খবর

পঠিত