কড়ইতলা এলাকার জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ৯ জুয়াড়ি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে হাতে-নাতে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ই জুলাই বৃহস্পতিবার রাতে ফতুল্লা থানাধীন সৈয়দপুর কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১৭ হাজার ৩শত টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো.মাসুদ মিয়া (৫৫), মো. মামুন (৩২), মো. আরশাদ মিয়া (৫৮), মো. বাবুল মিয়া (৪০), মো. শাহিন শেখ (৪৪), হযরত আলী (৫৭), মো. জাহাঙ্গীর (৪২), মো.তাওলাদ হোসেন (৩৮) ও মো. সোহেল (৪৫।

আজ ৯ই জুলাই শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন সৈয়দপুর কড়ইতলা এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।  নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত