ফতুল্লায় দোকান খোলা রাখার অপরাধে ৭ কাপড় দোকানীকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সরকারি নির্দেশনা অমান্য করে ফতুল্লা বাসস্যান্ড এলাকায় কাপড়ের দোকান খোলা রাখার অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রামমান আদালত। ৮ই জুলাই বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত আরা খানমের নেতৃত্বে ভ্রামমান আদালত ফতুল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন জামান চৌধুরীর কাপড়ের মার্কেটে অভিযান চালিয়ে দোকান খোলা রাখার অপরাধে ৭ কাপড় দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে মাস্ক না অপরাধে ফতুল্লা চালের বাজারের বেশ কয়েকটি চালের দোকানীকে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্টেট নির্বাহী ম্যাজিষ্টেট নুসরাত আরা খানম বলেন, আজ বৃহস্পতিবার শুধু মাত্র আর্থিক জরিমানা করে গেলাম। আগামীতে এসে দোকান খোলা পেলে একেবারে সিলগালা করে দেয়া হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লকডাউন চলাবস্থায় যেন কোন দোকান খোলা না থাকে সে ব্যাপারে তিনি হ্যান্ড মাইক দিয়ে সকলকে সতর্ক করে দেন। এ সময় ভ্রামমান আদালতের গাড়ী দেখে আশপাশের মার্কেটগুলোর কাপড়ের দোকানীরা দোকান বন্ধ করে দৌড়ে পালিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত