সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁয়ে তিন মাসের বকেয়া বেতনের দাবীতে কাঁচপুর এলাকায় ঢাকা -চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক  অবরোধ করেছে সিনহা এন্ড ওপেক্স গ্রুপের গার্মেন্ট শ্রমিকরা। আজ ৮ই জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুই মহাসড়কের রাস্তার মাঝে আড়াআড়িভাবে ট্রাক ও পিকআপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে।

এ সময় শ্রমিকরা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়। শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে দুই মহাসড়কে কয়েক হাজার মালবাহী যানবাহন ও প্রাইভেটকার আটকা পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম,

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। সিনহা এন্ড ওপেক্স গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত