সাংবাদিক খাইরুল হাসান আর নেই, না.গঞ্জ বার্তা পরিবারের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাইরুল হাসান আর নেই। ৭ই জুলাই বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন। খাইরযল হাসান দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন ডট কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো।

এদিকে, সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাছাড়া সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে  বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠাতে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।

মরহুমের নামাজে জানাজা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর জানাযা শেষে আদমজী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সংগঠন।

add-content

আরও খবর

পঠিত