নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের দ্বীগুবাবুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ট্রের্ডাস ও ফতুল্লার খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৪ঠা জুলাই রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে জেলার সদর উপজেলার দিগুবাবুর বাজার ও ফতুল্লায় পিলকুনি হিন্দুপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কমার্স এর পরিচালক সোহেল আক্তার ও জেলা পুলিশের একটি টিম।
এ সময় দ্বীগুবাবুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ট্রের্ডাস কে শিশু দুধের প্যাকেটের গায়ে আমদানীকারকের ঠিকানা ও মূল্য তালিকা না থাকার দায়ে ১০ হাজার টাকা এবং ফতুল্লার পিলকুনী হিন্দুপাড়া এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জাহিদ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে অবৈধভাকে খাদ্য সামগ্রী তৈরী করা ও প্যাকেটের গায়ে মূল্যতালিকা না থাকার অপরাধে দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ট্রের্ডাস কে শিশু দুধের প্যাকেটের গায়ে আমদানীকারকের ঠিকানা ও মূল্য তালিকা না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং ফতুল্লার পিলকুনী হিন্দুপাড়া এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জাহিদ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে অবৈধভাকে খাদ্য সামগ্রী তৈরী করা ও প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে ৩৭ ধারায় ৫ হাজার টাকাসহ ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।