নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলায় কঠোর লকডাউন (কঠোর বিধিনিষেধ) এর তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছিলেন আইন-শৃঙ্খলা বাহিনী। তাছাড়া শহরের বিভিন্ন স্থানে রয়েছিলো পুলিশের চেকপোস্ট। এছাড়াও মাঠে বিজিবি ও সেনাবাহিনী ছিল কঠোর তৎপর । ৩ই জুলাই শনিবার সকাল থেকেই শহরের চাষাড়া এলাকায় কঠোর অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী সহ ম্যাজিস্ট্রেটগণ ।
এসময় কঠোর অবস্থানে মধ্যে দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ওই সময় তারা যানবাহনের কাগজ পত্র পরীক্ষা করেন এবং বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তারা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া মানুষের মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করেন। অযথা বা বিনা প্রয়োজনে যারা বাইরে ঘুৃরা ফেরা করছিলো তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির আওতায় আনা হয়।
তাছাড়া কঠোর লকডাউন (কঠোর বিধিনিষেধ) এর বাস্তবায়নে কাজ করেছে র্যাব, পুলিশ, ট্রাফিক ও আনসার সদস্যরা। এসময় মাইকিং করে সবাইকে মাস্ক পড়তে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। ওই দিন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, রোভার, রেডক্রিসেন্টসহ অন্যান্য স্বেচ্ছাসেবক বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে।
এদিকে লকডাউনের তৃতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কঠোর লকডাউন (কঠোর বিধিনিষেধ) না মানায় ৮২ টি মামলায় ৫৭ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। ৩ জুলাই শনিবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য জানান।
মেহেদী হাসান ফারুক জানান, জেলায় কঠোরভাবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। এর মধ্যে যারা নিয়ম মানেননি এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির আওতায় আনা হয়েছে। আজ মোট ৮২ টি মামলায় ৫৭ হাজার ৯শ টাকা জরিামানা করা হয়েছে।